ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ এর ভাতিজা আলী আজম মুকুলকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ২- এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুল।এমন খবরে তাৎক্ষণিক ভোলার বোরহানউদ্দিনে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। রাত ৮টায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিএনপি নেতা-কর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা। পরে উপস্থিত নেতা কর্মীরা পথচারীদের মধ্যে মিষ্টি বিতরন করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার বলেন, বিনা ভোটের এমপি এই আলী আজম মুকুল এমপি হওয়ার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়ে নির্যাতন করেন তাছাড়া মিথ্যে গায়েবী মামলা দিয়ে উপজেলার হাজার হাজার বিএনপির নেতা কর্মীসহ বিএনপি সমর্থিত অনেককেই হয়রানী করেন আজ তার গ্রেফতার এর খবরে তার দ্বারা নির্যাতিত মানুষ একটি বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে। মুকুল সহ ফ্যাসিষ্ট সরকারের সকল দোষরদের দ্রুত আইনের আওতায় আনার অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বার্ত আহ্বান জানাচ্ছি এবং মুকুল কে গ্রেফতার করায় সংশ্লিষ্ট সকলকে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।