ভোলার লালমোহনে বাড়ির ভিতরে ঢুকে ছিনতাই এবং নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার নুরনবী দুলালের স্ত্রী নাসিমা বেগম এই অভিযোগ করেন।
একই এলাকার মোঃ শহীদ মিয়ার ছেলে ১/ আলমগীর, ফিরোজ শিকদারের ছেলে২/ শাহাদাৎ, হারুন মোল্লার ছেলে ৪/ শিপন, আঃ মুনাফ মিয়ার ছেলে ৪/নিরবসহ এর বিরুদ্ধে লালমোহন থানায় লিখিতভাবে অভিযোগ করেন।
অভিযোগে নাছিমা বেগম বলেন, আমার মামা এবং মামি আমার বাড়িতে বেড়াতে আসলে, হুট করে আলমগীর এর নেতৃত্বে তিন হোন্ডায় লোকজন এসে আমার ঘরে হামলা করে।
এ-সময় আমার মামী এবং মামনিকে হেনস্তা করে বাসা থেকে টেনে বাসা থেকে নিয়ে যায় আমি বাধা দিলে আমার গায়ে হাত দেয় এবং আমাকে কিল ঘুসি থাপ্পড় মার। এ সময় আমার মামানীর হাতে থাকা দামি একটি ফোন এবং গলার একটি চেইন নিয়ে যায়।
এলাকার অনেকেই বলেন, এই আলমগীর লালমোহন ইউনিয়নের চোর আলমগীর হিসেবে পরিচিত, তিনি এলাকার মধ্যে উশৃংখল কিছু ছেলেদের নিয়ে এলাকার প্রত্যেক ওয়ার্ডে এবং মহল্লায় বর ভীতি দেখিয়ে লোকজনের কাছ থেকে বিএনপির নাম ভাঙ্গে বিভিন্ন চুরি ছিনতাই এবং চাঁদা দাবি করে, কেউ দিতে অস্বীকার করলেই নেমে আসে উপর অত্যাচার।
এলাকাবাসী আরো জানায় বিগত দিনগুলোতে তার নামে একাধিক চুরি এবং ছিনতাইসহ মাদকের মামলা রয়েছে এর ভিতর কয়েকবার সে জেল হাজতেও গিয়েছে।
বর্তমানে বিএনপির নাম ভাঙ্গিয়ে আবার সেই পূর্বের চেহারায় ফিরে আসছে এই চোরাই আলমগীর।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাড়িতে ডুকে চিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি, আলমগীরের নামে এর আগেও বহু অভিযোগ পাইছি, সব ঘটনা তদন্ত করে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।