রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে চতরাহাটের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত্য খবির উদ্দিনের ছেলে চতরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও চতরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও চতরা হাটের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া পীরগঞ্জ থানার একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকেপুলিশ তাকে আটক করে। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক জানান, গ্রেফতারকৃত জিয়াকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।