কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর বিলের আবদ্ধ পানিতে ভাসমান পদ্ধতিতে কচুরিপানার মধ্যে বিষমুক্ত বিভিন্ন শাকসবজির পরিপাটি লাউ বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ভাসমান বেডের সবজি চাষী মোঃ আঃ হেলিম জানান, আমি সদর উপজেলার কলাপাড়া ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা উম্মে কুলসুম জেবুন্নেছার অধীনে ভাসমান বেডে লাউগাছ করেছি। গাছে শত শত লাউ ধরেছে। কে বা কাহারা গতকাল রাতের আধারে ৪০টি লাউ গাছ কেটে ফেলেছে। এতে করে আমার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একজন গরিব কৃষক কৃষি বিভাগের মাধ্যমে ভাসমান বেডে এসব লাউ গাছের আবাদ করেছিলাম । আমার লাউ গাছ কেটে যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি বিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
মহিনন্দ কলাপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উম্মে কুলসুম জেবুন্নেছা বলেন, চংশোলাকিয়া এলাকার হেলিম ভাইয়ের মাধ্যমে কয়েকটি লাউ বাগানের বেড তৈরি করাই। এতে প্রচুর লাউ ধরেছিল। কে বা কারা তার এই সর্বনাশ করায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:এমাজ উদ্দিন বলেন, আমি বিষয়টি জেনেই সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত লাউ বাগান দেখেছি। উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ‘ভাসমান বেডে সবজি ও মসলা ফসল চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ’ প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস এ বছর মহিনন্দ ও কলাপাড়া ব্লকে ৭৩টি প্রদর্শনী বাস্তবায়িত করেছে। এরই অংশ কাশোরারচর বিলের ভাসমান সবজি বাগান স্থাপিত হয়।