এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি, একই দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী এম. এ. জাফরকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় তিনি যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর পর তাঁকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় আগত এলডিপি’র চট্টগ্রামের ও সাতকানিয়ার নেতৃবৃন্দরা বিমান বন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সংবর্ধিত এলডিপি নেতা আলহাজ্ব এম. এ. জাফর দলীয় নেৃতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা দলকে এবং আমাকে ভালোবাসার টানে সবাই বিমান বন্দরে এসেছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন। সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আমি সকল প্রস্তুতি নিয়েছি। দলের মধ্যে হাইব্রীড কেউ থাকবেনা। আমি তৃণমুল এবং দলের জন্য নিবেদিত নেতা-কর্মীদের অবশ্যই মূল্যায়ন করবো। আমি অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম; আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এরআগে এই নেতা আসার খবর পেয়ে বিমান বন্দরে বেশকিছু গাড়ী নিয়ে শতাধিক দলীয় ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গ্রামের বাড়ী সাতকানিয়া উপজেলার একাধিক শিক্ষা, সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিমান বন্দরে ভীড় জমান।