রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে ধরে পুলিমের নিকট সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ওই দুই আ,লীগ নেতাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাতদরগা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মজিবর রহমান হংকং এবং অপরজন একই ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। মজিবর রহমান হংকং ওই ইউনিয়নের রাজবল্লভ গ্রামের মহর উদ্দিনের ছেলে। সাইদুল ইসলাম একই ইউনিয়নের নবুপাঠান পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেন। গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান হংকং ও সাইদুল ইসলাম স্থানীয় সাতদরগা বাজারে আসেন। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে অবরুদ্ধ করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে ওই নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, পৃথক তিনটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ওই দুই নেতাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।