'এসাে নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে' উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্হা সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মানে ও সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাংখাকে ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামাগত পরিবর্তনের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক বুধবার সকালে ডুমুরিয়া ডিগ্রী কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদর সাথে মত বিনিময় করেন এবং দেশনায়ক তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত বুকলেট, ফুলেল শুভেছা, শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী সাধারণ ছাত্র-ছাত্রীদর উপহার দেন এবং কলেজ আঙ্গিনায় বৃক্ষরােপন করেন। এ সময় কন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাফিউল ইসলাম শাফি সাধারণ ছাত্র-ছাত্রীদর উদ্দশ্যে বক্তব্য রাখেন এবং উল্লেখিত সামগ্রী বিতারণ করেন। এ সময় উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জি,এম মনিরুজ্জামন সােহাগ, ডুমুরিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল আহবায়ক শেখ শাকিল আহম্মেদ, সদস্য সচিব ইমরান খান, মোঃ আবদুল্লাহ আল মামুন, রুবেল শেখ, আব্দুর রহমান খান, ইব্রাহিম শেখ, রিয়াদ শেখ, সামি শেখ, মুরাদ শেখ, নাছিম শেখ, স্বাধীন হাসান, ইয়াছিন হাসান, মুনা, আব্দুল্লাহ মামুন, হাসিবুর শেখ, সালমান, শামিম শেখ প্রমুখ।