গ্যারেজ নির্মাণের ২ লক্ষ টাকা আত্মসাৎ করে বদলি নিয়ে অন্যত্রে চলে গেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এক কর্মকর্তা।
ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে
অনুসন্ধানে জানাজায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)কর্তৃক উপজেলা পর্যায়ে গ্যারেজ নির্মাণে ২ লক্ষ টাকা বরাদ্দ নেয় তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম।প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের দুই লক্ষ টাকার কোন কাজ না করেই পুরো টাকাই আত্মসাৎ করেছেন( গ্যারেজ নির্মাণ না করে)পরবর্তীতে বদলি নিয়ে পীরগঞ্জ উপজেলায় চলে যান তিনি
অনুসন্ধানে আরও জানা যায় তথ্য অধিকার আইন- ২০০৯ এর ৮(১) ধারা মোতাবেক আবেদন করে তেইশ -চব্বিশ অর্থবছরের বরাদ্দ রেজিস্টারের তালিকা নিয়ে দেখা যায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) গ্যারেজ নির্মাণের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিল কিন্তু প্রকল্পটির কোন কাজ না করেই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
এই বিষয়ে বর্তমান দায়িত্বরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম এ প্রতিবেদক কে জানিয়েছেন তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কোন গ্যারেজ নির্মাণ করা হয়নি তবে আত্মসাতের টাকা উদ্ধার করে গ্যারেজ নির্মাণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফজলুল হকের(আত্মসাৎ কৃত কর্মকর্তা) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, কাজটি পুনরায় করার জন্য বর্তমান প্রাণিসম্পদ কর্মকর্তা তারাগঞ্জ রংপুরকে বলেছি।