বাগেরহাটের শরণখোলায় অবৈধ ভাবে খাল থেকে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ৩ জন কে আটক করে । পরে মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানায়, রোববার বিকেল থেকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়া এলাকার ছোটো খাল থেকে ২টি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ১টি ড্রেজার থেকে ড্রাইভার ও ১জন সহকারীকে ধরা হলে অপরটির সকল লোকজন পালিয়ে গেলে যাদের জমিতে বালু ভরাট করা হচ্ছিল তাদের একজনকে আটক করা হয়। পরে পরে মাটি ও বালু মহল ব্যবস্থাপনা আইন ২০১০ একক কর্তৃপক্ষ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মালিকদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে।
তিনি আরও বলেন আমারে মাটি ও মাতৃভূমিকে রক্ষায় এলাকাবাসিকে সচেতন করতে এবং এ অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।