ময়মনসিংহের গফরগাঁওয়ে বখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) বখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর এ আলম ভুঁইয়া।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক
অনিমা চক্রবর্তী, সফিউর রহমান সেলিম, হেলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এ. কে.এম. হাবিবুর রহমান কাজল প্রমূখ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।