কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার সকালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্তরা হলেন, দিলালপুর খলাহাটি গ্রামের বজলু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৯), একই ইউনিয়নের বড়খাটুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারেক মিয়া (২৭) ও কৈলাগ ইউনিয়নের পিউরী গ্রামের আবেদ আলীর ছেলে মোঃ মিলন মিয়া (৩৩)। হাসপাতাল সূত্রে জানাযায়, গত ১ মাসে ডেঙ্গু রোগী ১০ থেকে ১৫ জন ভর্তি হওয়ার পর সবাই সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন।