চাটমোহর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠণ মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকতাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এমএমএস’র প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল। প্রকল্প ধারনা উপস্থাপন করেন এমএমএস’র মনিটরিং অফিসার আহাদুজ্জামান। আলোচনায় অংশ নেন,চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,এসডিপির নির্বাহী পরিচালক খলিলুর রহমান,মানব মুক্তি সংস্থার প্রকল্প কর্মকর্তা গৌতম রায়,উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি কর্ন মুরালি প্রমুখ।