মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্র দল সভাপতি ও কয়েক জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর মোহনগঞ্জ ইউনিয়নের নয়ার চর পুরাতন বাজারে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চর রাজিবপুর উপজেলার কর্মরত প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ওরফে মেহেদী জানান , সোমবার কিছু অনলাইন ও নাগরিক ভাবনা পত্রিকায় তার ও তার কয়েক জন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে মিথ্যা সংবাদ প্রকাশ এবং তা ফেসবুকে প্রচার চালানো হয়েছে।
উক্ত মিথ্যা সংবাদ প্রকাশে তিনি হতভম্ব হয়েছেন। তিনি উক্ত মিথ্যা ও বানোয়াট খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এর আগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান মাষ্টার, নয়ার চর বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, ছাত্র দল সহ-সভাপতি শামীম রানা,সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম , রবিউল ইসলাম ও রিপন মাহমুদ প্রমুখ।