অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাঙচুর এবং আলাদা ১০টি মামলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হুন্ডি ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হুন্ডি ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ি লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের একমাত্র ছেলে। সাখাওয়াত হোসেন সুমন খান এক সময় অবৈধ পথে আসা ভারতীয় গরু সিন্ডিকেট ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দির্ঘ ১৫ বছরে হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী সুমন খান। তার নিজের হাতে তৈরি একটি সন্ত্রাসী বাহিনী ছিল। যাদের ভয়ে কেউ কোনদিন কোন প্রতিবাদ করতে পারত না। আর এই বাহিনীর দ্বারা তিনি লালমনিরহাট জেলায় একক সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এসেছেন। তাকে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে বা কেউ তার কথা না শুনলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে এসে সেই ব্যক্তির ওপর চালানো হতো নির্মম নির্যাতন। এক কথায় লালমনিরহাটে তার কথায় শেষ কথা। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় ৬টি ও রাজশাহীতে একটি সহ মোট ৭টি হত্যা মামলা, অর্থ পাচার ও ২০২৩ সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় মঙ্গলবার সন্ধ্যায় হুন্ডি ব্যবসায়ী সুমন খানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমেন মঞ্জুর করেন। এ সময় সুমন খানের বডিগার্ড রাজু আহমেদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন দায়রা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। রিমান্ড মঞ্জুর শেষে তাদের দুইজনকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে তাদেরকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের এই পুলিশ পরিদর্শক।