হাতিয়ায় জাপান এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডেভেলপমেন্ট (জেএডিসি) এর সহায়তায় দূর্যোগ প্রস্তুতিতে মনোসামাজিক সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার ফাউন্ডেশন কার্যালয়ের ট্রেনিং সেন্টারে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অধ্যাপক এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডেভেলপমেন্ট এর সিও হিরোটো তানাকা ও সিও কনসালটেন্ট ফান্সিসকা চারলিটি।
দ্বীপ উন্নয়ন সংস্থার মূখ্য ঋণ স্বমন্নয়কারী তামজিদ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশার অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সেমনারে দুর্যোগে করণীয় সমূহ নির্ধরণের পাশাপাশি মনোসামাজিক সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ বিষয়ে মনোসামাজিক সুরক্ষার জন্য প্রাথমিক চিকিৎসার পাশাপাশি নিজ পরিবার থেকে সুরক্ষার অনুশীলন এর মাধ্যমে সক্ষমতা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করা হয়।