খুলনার ডুমুরিয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক মৎস্য ঘের ব্যবসায়ীকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উক্ত ঘের ব্যবসায়ী সেলিম আবেদ প্রতিকার চেয়ে উপজেলার আটলিয়া ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারদহা গ্রামের সিদ্দিকুর রহমান মোড়লের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী সেলিম মোড়ল'র ঘের পাশে
উপজেলার আধারমানিক গ্রামের মৃত নিতাই হালদারের পুত্র মিহির হালদারের পাশাপাশি মৎস্য ঘের রয়েছে। এর সুবাদে ১ বছর আগে ঘেরের বেড়িবাঁধ দেওয়ার সময় নগত টাকার প্রয়োজন হলে আমার নিকট হতে টাকা ধার নেয়। আমাকে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিবে এই মর্মে ওয়াদা করে।সেলিম মোড়ল অসুস্থ থাকায় এবং নিজ গ্রামের বাড়ি খর্নিয়ায় বসবাস করায় সবসময় তার সাথে দেখা বা ঘেরে যেতে পারেন না। তারপরও বিভিন্ন সময় দেখা হলে তার কাছে টাকা চাওয়া হলে নানা অজুহাতে এড়িয়ে যায়। বর্তমানে টাকা চাইতে গেলে জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে। নিরুপায় হয়ে তিনি আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি উভয়কে ডেকে সমাধানের চেষ্টা করবো।