চাঁদপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে জেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে পৌরসভা। এসময়
যৌথ অভিযান পরিচালনা করে সড়কের পাশে গড়ে উঠা অর্ধশতাধিক
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভার কর্মকর্তারা জানান, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরাতে শহরে মাইকিং করা হয়। অভিযানের পূর্বে অনেকেই স্থাপনা সরালেও যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদেরকে উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল মুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।
চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে এ পর্যন্ত প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অনেকে নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়েও নিয়েছে। এ ছাড়াও শহরের অনন্য স্থানে গড়ে ওঠা দোকানগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিপণীবাগ বাজারে পৌরসভার উচ্ছেদ অভিযানের দৃশ্য।