স্বল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফয স¤পন্ন করায় পিরোজপুরে দুই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার যৌথভাবে আয়োজন করে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) ও বাবুই নামের দুটি সামাজিক সংগঠন। সংবর্ধিত হাফেজ দু’জন হলেন নাফিউল ইসলাম নিয়াজ ও খান আহসান আহমেদ।
নাাফিউল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মশিউল আলমের পুত্র এবং আহসান পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মোঃ জাকির হোসেন খান এর পুত্র। এরা দুজনই পিরোজপুরের তানজিমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র। হাফেজ নাফিউল ৮ মাসে ও আহসান ৯ মাসে পবিত্র কুরআন মাজীদ হিফয স¤পন্ন করেন।
এইচডিটি এর পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক ইকবাল কবির এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাধারণ স¤পাদক এস. এম. তানভীর আহমেদ ও তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাদী।
ওই দুই ক্ষুদে হাফেজকে আয়োজক সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট, বইসহ উপহার সামগ্রী দেওয়া হয়।