ভোলার দৌলতখান প্রেস ক্লাবে ভয়াল ১২ নভেম্বর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বেদনা - বিধুর দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল ১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা। মঙ্গলবার ১২ নভেম্বর বিকালে দৌলতখান প্রেস ক্লাবে মাওঃ মাকসুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রেস ক্লাবে স্বজনহারাদের স্মৃতিচারণ ও বেদনা - বিধুর অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জাকির আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ৭০ এর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে স্বজনহারাদের স্মরণে স্মৃতি বিজড়িত কন্ঠে স্মৃতি চারণ করেন উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, সিনিয়র সহসভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. গজনবী, এতিমখানা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের হেলালি। অনুষ্ঠানে ভয়াল ১২ নভেম্বরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেন দৌলতখান মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইমাম রেযাউল বোরহানি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ৭০ এর হেরিকেন ও প্রবল জলোচ্ছ্বাসে হারিয়ে যাওয়া শহিদদের আত্মার শান্তি ও পরকালের মুক্তি কামনা করেন।