ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশে নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। উপজেলা শাখার সভাপতি ও উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোশাররফ হোসাইন। ।বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারী হাফেজ মোবারক হোসাইন,হাফেজ হোসাইন আহমেদ,মূফতি আবুল খায়ের মিসবাহ,মূফতি জালাল আহমেদ,মূফতি আবদুল বারী,মাওলানা আবদুল আওয়াল,মাওলানা সাদেকুল ইসলাম,হাফেজ মাওলানা আতাউর রহমান,হাফেজ জসিম,এস এম শহীদুল্লাহ। প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা,১০ পারা,২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৩ জন প্রতিযোগীর অংশগ্রহনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।