নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট বাজার বণিক সমিতি’র অবসরপ্রাপ্ত নৈশ্য প্রহরী আব্দুর রশিদকে কর্ম সংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১১ নভেম্বর রাত সাড়ে ৯ টায় বণিক সমিতির কার্যালয়ে এককালীন সহায়তার ১০ হাজার টাকা অসহায় আব্দুর রশিদের হাতে তুলে দেন সমিতির সদস্যবৃন্দ। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত কোরবান আলী দেলোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. বাবলু, পরিবহন ব্যবসায়ী মোঃ আশরাফ হোসেন চৌধুরী শিপন, দুলাল হোসেন, ইলেকট্রিক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, মুদি ব্যবসায়ী আসাদুল্লাহ, ফারুক হোসেন, আল আমিন, ব্লক প্রতিনিধি সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম বাবু, সজল হোসেন, আবু মুছা স্বপন, কমিটির অন্যতম সদস্য মো. ইসা, মো. বেনু, নতুন সদস্য রুবেল হোসেন রতন, আব্দুল কুদ্দুস, আক্কাস আলী, আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।