গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতারক চক্রের কবলে পড়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা ভোগীরা ভাতার অর্থ খোয়া দিচ্ছেন।
জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি মিলে ৬১১০৭ জন সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রতি ৩ মাস বা ৬ মাস অন্তর শ্রেণি ভেদে ভাতা পেয়ে আসছেন। এর মধ্যে বয়স্ক ২৭৩০২, বিধবা ১৩২২৪ ও প্রতিবন্ধি ২০৫৬১ জন ভাতার অন্তরর্ভুক্ত। সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র ভাতা ভোগীদের টার্গেট করে মোবাইল নম্বর হ্যাকের মাধ্যমে ভাতার টাকা তুলে নিচ্ছে। ভুক্ত ভোগীরা জানান, তাদের মোবাইলে কল দিয়ে নিজেদের সমাজ সেবা অফিসের কর্মচারী দাবী করে অধিকতর সুযোগ দেয়ার কথা বলে জানায় আপনাদের মোবাইলে মেসেজ গেছে। মেসেজে ৪ বা ৫ সংখ্যার একটি নম্বর আছে তা জানান। অসহায় অশিক্ষিত ভাতা ভোগীরা তাদের কৌশল বুঝতে না পেরে নম্বরটি বলে দেয়। পরবর্তীতে তারা ভাতার টাকা তুলতে গিয়ে জানতে পারেন ভাতার টাকা উত্তোলন করা হয়েছে। এভাবে ভাতা ভোগীরা সরকারী ভাবে ভাতা দেওয়ার সময় হলেই অর্থ খোঁয়া দিচ্ছেন। ভুক্ত ভোগীরা আরও জানান, এর আগে ব্যাংকের মাধ্যমে ভাতা দেওয়া হলে এমন প্রতারনা হয়নি। নগদ একাউন্ট এর মাধ্যমে ভাতা দেওয়া শুরু হলে এ প্রতারনা শুরু হয়। অভিজ্ঞ মহল জানান, ভাতা ভোগীদের মোবাইল নম্বর কি ভাবে তারা পায় তা প্রশ্ন বিদ্ধ। এব্যাপারে সুন্দরগঞ্জ সমাজ সেবা অফিসার রফিকুজ্জামান এর সাথে কথা হলে তিনি জানান, আমরা প্রতারক চক্রের হাত থেকে ভাতাভোগীদের সেফ করার লক্ষে সর্বত্রই ব্যাপক প্রচারনা চালিয়েছি। এরপরেও যদি ভাতাভোগীরা ভুল করেন সেখানে করার কিছুই নেই। তিনি আবারও জোর দিয়ে বলেন ভাতাভোগীরা যেন কোন অবস্থাতেই মোবাইল নম্বর, পিন নম্বর বা ওটিপি নম্বর যেন কাউকে না দেয়।