বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে কীর্তনখোলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার এসআই মো. আসাদুল আল গালিব।
দুই সন্তানের জননী ওই নারীর নাম আলো মজুমদার (৩৭)। তিনি জেলার বানারীপাড়া উপজেলার নরেরকাঠি গ্রামের কৃষ্ণকান্ত মজুমদারের মেয়ে। তার স্বামী অনুপ রায় পটুয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
নিহতের বড় বোন মঞ্জু রানী মজুমদার জানান, তার বোন নগরীর কাশিপুর পাসপোর্ট অফিসের পাশে এক ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি আলো মজুমদার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। সোমবার সকাল থেকে আলো মজুমদারের নিখোঁজের ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিলো।
বরিশাল সদর নৌ-থানার এসআই মো. আসাদুল আল গালিব জানিয়েছেন, সোমবার রাতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ রাত ১১টার দিকে বামনীচর এলাকা অতিক্রমকালে এক নারী নদীতে ঝাঁপ দেন। মঙ্গলবার বেলা এগারোটার দিকে ৯৯৯ এর মাধ্যমে কীর্তনখোলা নদীর চরমোনাই ইউনিয়নের পশুরকাঠি এলাকায় এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। সেখানে এসে স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।