সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সরিষার চারা বিনষ্ট করে জমি দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামগোপ গ্রামের মৃত রেফাজ উদ্দিন সেখের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম সাংবাদিক এর ক্রয়কৃত সোনখাড়া ইউনিয়নের খৈচালা মৌজার ৩৫ শতাংশ সম্পত্তিতে হালচাষ করে সরিষা রোপন করি। ঐ জমিতে গত কাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দৃর্বৃত্তরা জোর পূর্বক মই দিয়ে সরিষার চারা বিনষ্ট করেছে। এমতাবস্থায় আমরা মই দিতে বাধা দিলে কাথা কাটাকাটির একপর্যায় আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং প্রাণ নাশের হুমকী প্রদান করে। এ ব্যাপারে ৪ জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো- শ্যামগোপ গ্রামের মৃত আব্দুল বারীক সেখের পুত্র মোঃ নূর হেলাল (ডলার) (২৮), মিরের দেউলমুড়া গ্রামের মৃত আলম রেজা ভূইয়ার পুত্র মোঃ ফিরোজ আহম্মেদ (৩৫), নিমগাছি গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের পুত্র মোঃ শহিদুল ইসলাম (৬৫), ধলজান গ্রামের মোঃ অপেল প্রামানিকের পুত্র মোঃ আমির হোসেন (৪৫)। অফিসার ইনচার্জ আছাদুজ্জমান আছাদ অভিযোগটি গ্রহন করে তাৎক্ষনিক এ.এস.আই আব্দুর রশিদকে ঘটনাস্থল তদন্তের নিদের্শ দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ঘটনার স্থল তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।