ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া (৪৮) হত্যা মামলা থেকে রক্ষা পেলেন না বিএনপি সেজেও। মামলাটি নথিভূক্ত হওয়ার পর থেকেই প্রশাসন ও বিএনপি দলীয় কিছু নেতা বাচ্চুকে বাদ দিতে চাপ প্রয়োগ করছেন এমন অভিযোগ বাদী শফি আলীর। বাচ্চু অরূয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক। পট পরিবর্তনের পরই কৌশলে রং বদলাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। লোভ লালসা দেখিয়ে সেজে বসেন বিএনপি। সুযোগে বিশেষ সুবিধায় বিএনপি’র কিছু নেতা বাচ্চুকে কোলে নিয়ে নেন। এ নিয়ে ওই ইউপি বিএনপি’র মধ্যে নানা সমালোচনার ঝড় বইছে। অরূয়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব বলেন বাচ্চু কত আলামত করে আ’লীগের যুগ্ম সম্পাদক হয়েছে। সে আবার বিএনপি হলো কবে?
মামলা, বাদী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইলের মাদ্রাসা ছাত্র আল আমিন নিহতের ঘটনায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাজমুল হোসেনসহ মোট ২২২ জনের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আল আমিন সরাইল সদরের কুট্রাপাড়া গ্রামের শফি আলীর ছেলে। গত সোমবার নিহতের পিতা শফি আলী বাদী হয়ে সরাইল থানায় এই মামলাটি দায়ের করেছেন। মামলাটি নথিভূক্ত করে সোমবারেই আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এই মামলায় আসামীর তালিকা থেকে রক্ষা করার কথা বলে বাণিজ্যের অভিযোগ ওঠেছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মামলার ২৯ নম্বর আসামী বাচ্চুকে রক্ষা করতে বাদীর উপর চতুর্মূখী চাপ প্রয়োগ করা হচ্ছে। বাদী এই মামলার নামীয় ৭২ জন আসামীর একজনের নামও কাটতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমার শিশুপুত্র আল আমিন হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচারের উদ্যেশ্যে মামলা করেছি। আমি টাকা কামানোর জন্য মামলা করিনি। বাচ্চুর নাম বাদ দিতে প্রশাসনের লোকজন বাড়িতে এসে আমাকে খুঁজে। কয়েকজন আ’লীগ নেতাকে মামলা থেকে বাদ দিতে চান। ফোন করে আবার স্বাক্ষর করতে বলেন। এর কারণ আমি বুঝতে পারছি না। স্বাক্ষর একবারই দিয়েছি। নতুন কোন স্বাক্ষর আমি দিব না। আমি কোন ভাবেই আ’লীগ নেতা বাচ্চুকে এই মামলা থেকে বাদ দিব না। আর পুলিশ ফোন করে বলছেন থানায় না গেলে আমার বিরূদ্ধে মামলা হবে। মামলায় বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের তৌহিদি জনতা ও মাদ্রাসা ছাত্ররা ফুঁসে ওঠে। ২৬ ও ২৭ মার্চ প্রতিবাদকারীদের গুলি করে পাখির মত হত্যা করা হয়েছে। এমন নারকীয় ঘটনার প্রতিবাদে একই বছরের ২৮ মার্চ রোববার হেফাজত ইসলাম বাংলাদেশের ডাকে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলতে থাকে। হরতালের সমর্থনে ওইদিন বিশ্বরোডের উত্তর পাশে কুট্রাপাড়া এলাকায় অবস্থান করছিল মাদ্রাসা ছাত্র আল আমিন। এ সময় ১ নং আসামীর নির্দেশে ২-১০ নং আসামীদের উস্কানিতে অন্যান্য নামীয় ও অজ্ঞাতনামা আসামীরা আগ্নেয়াস্ত্র ককটেল বোমা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাজপথে অবস্থানকারী মাদ্রাসা ছাত্র শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে। ১১-৩০ নং আসামী ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ ঘটাইয়া ভয়ভীতি ও ত্রাসের সৃষ্টি করে। ফলে লোকজন দৌঁড়াইয়া দিক বিদিক পালাইতে থাকে। ৩১-৪৩ নং আসামীরা আল আমিনকে ধরে মারপিট করতে থাকে। ৩-৯ নং আসামীরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আল আমিনকে খুনের উদ্যেশ্যে গুলি করে। আল আমিন তখন মৃত্যুরকোলে ঢলে পড়ে। আসামীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। কয়েকজন স্বাক্ষী ও পথচারি রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রভাবশালী আসামীরা আল আমিনের লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত না করে পারিবারিক কবরস্থানে দাফন করতে বাধ্য করে। মামলায় ৭২ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামী করা হয়েছে। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, তবে এই মামলা দায়েরের আগে বিভিন্ন এলাকার লোকজনকে আসামীর তালিকা থেকে রক্ষার কথা বলে ৭-৪০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। অনেকে টাকা দিয়েও আসামী হয়েছেন। অজ্ঞাতনামায় আসামী দিয়ে দেওয়ার ভয়ে মুখ খুলছেন না তারা। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক মামলা নথিভূক্তির কথা স্বীকার করে বলেন, এই মামলার প্রধান আসামী সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ যুবলীগসহ এই এলাকার যারা আসামী তাদের অনেককেই চিনি। অন্য থানার আসামীদের চিনি না। যথাযথ তদন্তের মাধ্যমে সবকিছু পরিস্কার হবে।