“ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” প্রতিপাদ্য বিষয়ে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ইঁদুর দমন অভিযান উদ্বোধন করা হয়েছে।
গত ১১ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।
উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিনের সভাপতিত্বে এসময় উপজেলা প্রণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাক্তি উদ্যোগে ব্যাপক সংখ্যক ইঁদুর দমনের জন্য মোঃ আসাদুজ্জামান ও মঙ্গল মুরমু ২ জন ব্যাক্তিকে সম্মাননা স্মারক ও ইঁদুর দমনের জন্য যন্ত্রপাতি প্রদান করা হয়।