পিরোজপুরের ইন্দুরকানীতে দশম শ্রেনীতে এক স্কুল ছাত্রীকে ধর্ষন করলেন গ্রাম পুলিশ। উপজেলা পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রীর ভাই জানায়, সোমবার বিকেলে আমার বোন ও প্রতিবেশি ভাগ্নিকে বাসায় রেখে আমার মা পত্তাশী বাজারে বাজার করতে যায়। প্রতিবেশি ভাগ্নি নিজের কাজের জন্য বাসা থেকে বাইরে নামার পরে সেই সুযোগে ধর্ষক গ্রাম পুলিশ সজল মিস্ত্রী (২৭) লুকিয়ে ঘরে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মুখ চেপে তাকে ধর্ষন করে। পরে প্রতিবেশি ভাগ্নি তার কাজ সেরে আমার বাসায় এসে দরজাটি বন্ধ দেখতে পেয়ে ্আমার বোনকে বার বার ডাকতে থাকে। কিছুক্ষন পরে গ্রাম পুলিশ সজল মিস্ত্রী দরজা খুলে বের হয়ে পালিয়ে যায়। পরে পুরো বিষয়টি বোন আমাকে রাতেই মুঠোফোনে জানালে আামি বাড়িতে এসে ইন্দুরকানী থানায় রাতেই জানাই। আমি আমার বোনের ধর্ষক গ্রাম পুলিশ সজল মিস্ত্রীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করছি। রেখাখালী গ্রামের রবিন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে সজল মিস্ত্রী ২নং পত্তাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ।
এব্যাপারে অভিযুক্ত গ্রাম পুলিশের মুঠোফোনে বার বার ফোন দিলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, রেখাখালীর গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষনের লিখিত অভিযোগ পেয়েছি। স্কুল ছাত্রীকে মেডিকেলের জন্য পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষক গ্রাম পুলিশকে গ্রেফতারের চেষ্টা চলছে ।