বন্ধুর সাথে মোবাইল ফোনে যুবলীগ নেতার স্মর্শকাতর দুষ্টুমিতে পৌর বিএনপির আহবায়কের পদ হারিয়েছেন বিগত সরকারের আমলে অসংখ্যবার হামলা ও মামলার স্বীকার বিএনপি নেতা জাকির হোসেন শরীফ।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেনের সাথে ভুলতথ্যে বহিস্কার করা হয়েছে ওই যুবলীগ নেতাকেও। বিএনপি থেকে যুবলীগ নেতাকে বহিস্কারের বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার।
সূত্রমতে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সুন্দরদী গ্রামের বাসিন্দা জামিল ওরফে মিঠু সিকদার দীর্ঘদিন থেকে টরকী বন্দরে বিকাশের ব্যবসা করে আসছেন। একই বন্দরে তার কাছাকাছি স্থানে ব্যবসা করতেন উপজেলার শাহাজিরা গ্রামের নাজমুল হাসান মিঠু খান। তিনি (মিঠু খান) ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। একই বন্দরে পাশাপাশি একই ব্যবসা করায় তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধত্ব হয়। প্রায় দুইবছর আগে নাজমুল ব্যবসা গুটিয়ে ঢাকায় অবস্থান করায় দীর্ঘদিন থেকে তাদের দুই বন্ধুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
মঙ্গলবার সকালে ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী জামিল সিকদার জানান, গত ১৮ অক্টোবর বিকেলে একটি অচেনা নম্বর থেকে তার ফোনে কল দিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে যেতে বলেন। ওইদিন রাতে স্থানীয় কসবা গ্রামে অবস্থিত সেনা ক্যাম্পে গিয়ে আমি জানতে পারি সেনাবাহিনী আমাকে ডাকেননি। জামিল বলেন, তখন আমাকে কল দেওয়া নম্বরটি সেনা ক্যাম্পে দেওয়ার পর একজন সেনা কর্মকর্তা ওই নম্বরে কল দিয়ে ওই ব্যক্তিকে সেনাক্যাম্পে আসতে বলেন। এর কিছুক্ষণ পর ওই একই নম্বর থেকে আমাকে কল করে নাজমুল তার পূর্ণ পরিচয় দিয়ে বলে, ভাই আমিতো আপনার সাথে দুষ্টুমি করেছি।
জামিল আরও বলেন, গত ২২ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে নাজমুল তার ভুলের জন্য ক্ষমা চাইতে সেনা ক্যাম্পে গেলে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে আমি গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফের চাচাতো ভাইয়ের ছেলে সজিব শরীফকে নিয়ে সেনা ক্যাম্পে গিয়ে নাজমুলকে ছেড়ে দিতে অনুরোধ করি। তখন সেনা ক্যাম্পে আমাদেরও আটকে রাখা হয়।
সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ বলেন, দীর্ঘসময় আমার ভাইয়ের ছেলে সজিবের কোন খোঁজ পাচ্ছিলোনা তার পরিবার। একপর্যায়ে আমরা জানতে পারি সজিবকে সেনা ক্যাম্পে আটক করে রাখা হয়েছে। খবর পেয়ে আমি আমার চাচাতো ভাই পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফকে নিয়ে সেনা ক্যাম্পে গিয়ে নিজের পরিচয় দিয়ে সজিবকে ছেড়ে দেওয়ার অনুরোধ করার পর আমাদেরও আটক করা হয়। তিনি আরও বলেন, আমাদের আটকের বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর গত ২৫ অক্টোবর বিষয়টির কারণ জানতে চেয়ে নোটিশ করেন জেলা উত্তর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
ওই নোটিশের জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিলো ২৮ অক্টোবর পর্যন্ত। এরমধ্যে আমি নোটিশের লিখিত জবাবও দিয়েছি। কিন্তু গত ২৭ অক্টোবর কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমাকে (জাকির হোসেন শরীফ) পৌর বিএনপির আহবায়কের পর থেকে এবং সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুকে বহিস্কার করা হয়।
বহিস্কারের বিষয়টি হাস্যকর উল্লেখ করে নাজমুল হাসান মিঠু খান বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের একজন সক্রিয় সদস্য। জীবনে কোনদিন বিএনপি কিংবা অন্যদল করিনি। শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছি। জীবনে যতোদিন বেঁচে আছি মনে প্রানে আমি আওয়ামী লীগকে ভালবাসি। আমাকে কিভাবে বিএনপির কর্মী বানিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার করা হলো তা আমার বোধগম্য নয়।
মঙ্গলবার দুপুরে সার্বিক বিষয়ে বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল বলেন, জাকির হোসেন শরীফ ষড়যন্ত্রের স্বীকার। পুরো ঘটনাটি উল্লেখ করে দলের হাইকমান্ডকে লিখিতভাবে জানানো হয়েছে।