ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৫৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মুসুর, খেসারী ও হাউব্রিড শীতকালীন সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা: আবুল মনসুর ৷ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এর কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৫শত ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ফসল ১৭৭০ জন ও হাইব্রিড সবজী ৮০০ জন সহ মোট ২৫৭০ জন। প্রতিজন কৃষক প্রতিবিঘা হাইব্রিড সবজী ফসল চাষের জন্য ৮ প্যাকেট হাইব্রিড সবজী, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে । ৮০০ জন ১০০০ টাকা (বিকাশের মাধ্যমে) অর্থ সহায়তা পাবেন বলে জানান।
বিনামূল্যে হতদরিদ্র কিষাণী আমেনা বেগম বলেন,"গত বছর ফলন করতাম গিয়া বৃষ্টির লাইগা মাইর খাইছি। হেরফর থাইক্কা অভাবে আছিলাম। নতুন সরকারের বিনামূল্যে বীজ পাইয়্যা ঈদের খুশী