সোমবার (১১ নভেম্বর) দুপুর ঠিক দেড়টা। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পৌঁছুলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। কিন্তু এ কী অবস্থা! মাদরাসা বন্ধ। নেই কোন শিক্ষক-শিক্ষার্থী। মাঠে খেলছেন কয়েকজন স্থানীয় লোকজন।নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ মিডিয়া সেলে জানান, জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনকালে ওই মাদ্রাসায় কোনো শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন না। শুধুমাত্র কয়েকজনকে মাঠে খেলাধুলা করতে দেখতে পান। জিজ্ঞাসাবাদে তারা জানান, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। এ সময় একজন অফিস স্টাফকে উপস্থিত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনিও জানান, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। তিনি অফিস কক্ষ খুলে দেন। মাদ্রাসার পরিদর্শন রেজিস্ট্রার দেখতে চাইলে তা তালাবদ্ধ আছে এবং চাবি সুপারের কাছে আছে বলে উক্ত অফিস স্টাফ জানান। এসময় জেলা প্রশাসক হাজিরা খাতায় পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করে মাদ্রাসা ত্যাগ করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ মিডিয়া সেলে আরও জানান, একইদিন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ আকস্মিক পরিদর্শন করেন। হাজিরা খাতা পরীক্ষান্তে বেশ কয়েকজন শিক্ষককে বিনা অনুমতিতে অনুপস্থিত দেখতে পান। এ সময় রুটিন মোতাবেক কোনো শ্রেণীতে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছিল না। কোনো শ্রেণীকক্ষেই কাক্সিক্ষত ছাত্র-ছাত্রী দেখতে পাননি তিনি। এমনকি এ বিষয়ে উপস্থিত শিক্ষকগণ সন্তোষজনক জবাব দিতে পারেননি।শিক্ষা প্রতিষ্ঠানের এমন দুরাবস্থা দেখে জেলা প্রশাসক চরম অসন্তোষ প্রকাশ করে জানান, শিক্ষকদের মধ্যে এহেন কার্যক্রম দায়িত্বহীনতা ও কর্তব্যকর্মের চরম অবহেলার সামিল। এতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার যেমন কোনো উন্নতি হচ্ছে না, তেমনি শিক্ষার প্রসার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মাসে মাসে শিক্ষকদের বেতন-ভাতাদি প্রদানের মাধ্যমে সরকারি অর্থের চরম অপচয় হচ্ছে মর্মে তিনি মন্তব্য করেন। এরূপ পরিস্থিতি চলতে থাকলে প্রকৃত অর্থে শিক্ষার সুফল থেকে জাতি বঞ্চিত হবে। সার্বিক বিষয় উল্লেখ করে জেলা প্রশাসক এমন সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন বলে উল্লেখ করেন। সরকারি কর্মঘন্টা অনুযায়ী রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা। সম্প্রতি সরকারের নির্দেশনা অনুযায়ী মাদরাসা চলার কথা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং মাধ্যমিক স্কুল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত । এছাড়া কলেজের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সে নির্দেশনা মানা হচ্ছে না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। অনেকেই দুপুর না হতেই দিচ্ছেন ছুটি। আবার অনেকেই নিয়ম মেনে খোলা রাখছেন প্রতিষ্ঠান। এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।