বাগেরহাটের মোল্লাহাটে সেটেলমেন্ট অফিসের কথা বলে অর্থের বিনিময়ে রেকর্ড সংশোধন ও জমির পরিমাণ বাড়িয়ে নিজের হাতে লেখা পর্চা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মোঃ হাফিজুর রহমান বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার রাঙ্গমাটিয়া মৌজার ডিপি ৪৭৭৮ ও ৫১৬৭ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক দীপক বিশ্বাস তার অভিযোগে বলেন, উক্ত দু'টি খতিয়ানে জমির পরিমাণ বাড়িয়ে দেয়া ও একটি করে নাম যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কয়েকমাস পূর্বে ৭ হাজার টাকা নেন মোঃ হাফিজুর রহমান বাবু। যথারীতি দু'টি খতিয়ানের জমির পরিমাণ বাড়িয়ে এবং নাম যুক্ত করে পর্চাও দেন তিনি। সবশেষে রবিবার সকালে তিনি সেটেলমেন্ট অফিসে খোজ নিয়ে জানতে পারেন, তার ওই দু'টি খতিয়ান আগের অবস্থায় আছে, যুক্ত হয়নি নতুন কোনো নাম এবং বাড়েনি জমির পরিমাণ। ওই ঘটনার প্রতিকার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দীপক বিশ্বাস। মোঃ হাফিজুর রহমান বাবু বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সেটেলমেন্ট অফিসের স্টাফ না হয়েও সততার সাথে সেখানে কাজ করেন তিনি। সম্মান নষ্ট করতে এ অভিযোগ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, ভুক্তভোগীর থেকে এখনো অভিযোগ আসে নাই, বিষয়টি খোজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।