রংপুরের পীরগাছায় স্মার্ট ভিলেজ গঠনের লক্ষে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ গ্রামের তিন শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাগদাহ গ্রামে চারা বিতরনের আয়োজন করে এসএএফ (সাফ) বাংলাদেশ নামে একটি সংস্থা। এসএএফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মাহবুবার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এসএএফ বাংলাদেশ এর ডিরেক্টর-লাইভলিহুড এন্ড ইকোনোমিক গ্রোথ আশরাফুল আলম প্রধান। সিওই কমিটির সহ-সভাপতি আবু তাহের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এসএএফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সিওই কমিটির সাধারন সম্পাদক মইনুল ইসলাম, সমাজসেবক আলমগীর হোসেন, মশিউর রহমান, আতোয়ার রহমান, আবেদ আলী প্রমুখ। স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠানে তিন শতাধিক পরিবারের মাঝে একটি করে আম, জাম, লিচু, পেয়ারা, পেঁপেঁ, মরিচ, সজনে, জাত নিমসহ ৯ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।