কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা আ' লীগের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম (ফরিজল) মোক্তার কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত আটটার সময় রাজিবপুর বাজার থেকে তাকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। আজ সোমবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি রাজিবপুর উপজেলার মরিচা কান্দি গ্রামের মৃত সানাউল্লাহ এর পুত্র। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন গতকাল রাতে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় গ্রেফতার করে আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে।