পিরোজপুরের নাজিরপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে নাজিরপুর অডিটোরিয়াম ভবনে আনন্দ ঘন পরিবেশে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। সোমবার (১১ নভেম্বর) সন্ধা ৭টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে এ খেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসাইন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী (ভুমি) কমিশনার মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।