নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুই মসজিদের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। ১০ নবেম্বর রাতে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্ৰামের দারুস সালাম জামে মসজিদ ও একই ইউনিয়নের প্রায় দেড় কিলোমিটার দূরে বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদে ওই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা তালা ভেঙ্গে মসজিদের দান বাক্সের টাকা ও মাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ১০ নবেম্বর ফজরের নামাজের আজান দিতে দারুস সালাম জামে মসজিদ যান খাদেম মোঃ রিপন ইসলাম। এ সময় তিনি দেখতে পান মসজিদের প্রবেশ গেটের তালা কাটা। মসজিদের দান বাক্সের তালা ভাঙ্গা। মাইকের ব্যবহৃত ব্যাটারি নেই। তিনি বিষয়টি মসজিদ কমিটির সদস্যদের অবহিত করেন। ঠিক একই কায়দায় বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদেও চুরি হয়। মুসল্লিগন ফজরে নামাজ পড়তে এসে দেখেন তালা ভাঙ্গা, আইপিএসের দুটি ব্যাটারি ও দান বাক্সে থাকা টাকা নেই। মসজিদের পাশের বাড়ির যুবক রফিকুল (২৭) বলেন, মাদকাসক্ত যুবকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সম্ভবত তারাই এ কাজ করতে পারে। দুই মসজিদ কর্তৃপক্ষের দাবি চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা হবে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আকতার হোসেন বলেন,অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।