রংপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি রংপুর জেলা শাখার ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর সোমবার সকাল ১০টায় রংপুর টাউনহল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ। আরও উপস্থিত ছিলেন আইডিইবি রংপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল ওয়ালী, সহ-সভাপতি-১ প্রকৌশলী মোঃ শফিউজ্জামান সরকার, সহ-সভাপতি-২, প্রকৌশলী এ কে এম সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ খসরু সরকার, প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ আফজালুল হক, প্রকৌশলী খন্দকার মমিনুর রহমান সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত ছাত্র- ছাত্রীবৃন্দ, রংপুর জেলাধীন বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত ও অবসর প্রাপ্ত সদস্য প্রকৌশলীবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রতি বৎসরের ন্যায় আইডিইবির এবারের প্রতিপাদ্য 'বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি'। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ, আইডিইবি, দেশ ও জনগণের কল্যাণে সহায়ক শক্তি হিসাবে দেশ ও আর্ন্তজাতিক পরিমন্ডলে বিশেষ অবদান রাখছে, আইডিইবি'র জনকল্যাণ মূলক কাজ সমূহ দেশের জলাদ ও বিশ্ব বাসীকে অবহিত করার জন্যই আজকের এই হালির আয়োজন। র্যালিটি টাউন হল ময়দান হইতে শুরু হয়ে সিটি বাজার-পায়রা চত্বর- জাহাজ কোম্পানি মোড়-বেতগট্রি-সুপার মার্কেট-কাচারী বাজার-মাওলানা কেরামত আলী (রঃ) ফোয়ারা হয়ে পুনরায় টাউন হল ময়দানে নিয়ে শেষ হয়।