ভোলার দৌলতখানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার বিকালে দৌলতখান মধ্য বাজারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন, ভোলা - ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। সাবেক এমপি তার বক্তব্যে বলেন, ৭৫ এর পর ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি - জনতার আন্দোলনে সে দিন দেশের প্রয়োজনে জিয়াউর রহমানকে কারাগারের অন্ধকার জিঞ্জির ভেঙ্গে বের করে নিয়ে আসে। পরবর্তীতে জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল। ২৪ জুলাই ছাত্র- জনতার আন্দোলনে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে নেতা কর্মীদের রেখে পালিয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দৌলতখান বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও ভবানীপু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, যুবদলের জাবেদ হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক আলমগীর , উপজেলা ছাত্র দলের আহবায়ক সঞ্জীব মৃর্ধা প্রমূখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির।