বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির এবং বিভিন্ন অংগ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,বদরুজ্জামান তারা মোল্লা,যুবদল নেতা তৈয়াবুর রহমান,হেলালউদ্দীন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুজন,নগরকান্দা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক রেজাউল আলম রিজু,স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ,যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু,স্বেচ্ছাসেবক দল নেতা মিরান মোল্লা, জামাল মাতুব্বর, ওলামা দল নেতা মজিবর রহমান প্রমুখ। পরবর্তীতে বিএনপি নেতা কর্মী ও সমর্থক সহ সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরন করা হয়।