ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১১নভেম্বর সোমবার ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ৭জন ব্যক্তি কে নতুন পেশায় নিয়োজিত করতে তাদের প্রতিজনকে ৬০হাজার টাকা করে পুনবার্সন করা হয়েছে। নতুন পেশা হিসেবে উপকারভোগী ৭জন ব্যক্তির মধ্যে চার জন কে ব্যাটারি চালিত ভ্যান,ও তিন জন কে মুনিহাড়ি দোকান করে দেওয়া হয়। উপকার ভোগী ব্যক্তিরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝারী গ্রামের আমিনা, লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের মাজেরা খাতুন,কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের জবাইদুর রহমান, রাতোর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের ইউসুফ আলী, নেকমরদ ইউনিয়নের করনাইট গ্রামের হরসাদু রাম,হোসেনগাও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের সুনীল চন্দ্র বর্মন ও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের বুধু রাম। এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সমাজসেবা অফিসার আব্দুর রহিম,উপজেলা বিএনপিদর সভাপতি আতাউর রহমান, জামায়াতে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রফিকুল ইসলাম,পৌর বিএনপিদর সাধারণ সম্পাদক মহসিন আলী,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। আর নয় ভিক্ষা কর্মই হোক দীক্ষা এ প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবে না, আজ থেকে আপনারা নতুন পেশায় নিয়োজিত হলেন, সঠিক সময়ে সঠিক কাজই আপনাদের উন্নতি হবে নিশ্চিত হবে ।