ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর ব্যস্ততম রূপাতলী এলাকার জিরো পয়েন্ট এলাকা থেকে সাগরদীর পুল পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় বুলডোজার দিয়ে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সড়ক বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে । সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, নগরীর রূপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এগুলো উচ্ছেদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়েছিলো। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। যারা স্থাপনাগুলো সরিয়ে নেয়নি সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতে চালানো হবে জানিয়ে নাজমুল ইসলাম আরও জানান, অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভুক্তভোগীদের কেউ কেউ বলছেন, তাদের কাছে জমির কাগজ রয়েছে, আবার কেউ বলছেন তারা অগ্রিম টাকা দিয়ে দোকান বুকিং নিলেও সেই টাকা ফেরত পাননি।