হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানের উপর সন্ত্রাসীরা স্ব-শস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে পৌর বিএনপির নেতা সিরাজ মিয়া (৪৫) শ্রমিক দলের নেতা এমরান মিয়া (৩৫) মোঃ মনির মিয়া (২০) ও শাহিন মিয়া (২০) গুরুত্ব আহত হয়। গুরুত্বর আহতদের মাধবপুর, ব্রাহ্মনবাড়ীয়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়ছে। এ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত বিএনপির সভাপতি গোলাপ খাঁন জানান- রবিবার ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতাকর্মীরা সকালে মিছিল দেয়ার প্রস্ততি নিলে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে অবস্থান নেই এবং মিছিল করি। এতে সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়। রাত প্রায় ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদে নামায পড়তে যাওয়ার সময় যুবলীগ নেতা বাদল, শ্রমিক লীগ নেতা উজ্জ্বল মিয়া ও বিল্লাল মিয়া নেতৃত্বে একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতারি কুপাতে থাকে এবং আমার কাছে রক্ষিত ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমাকে বাচাঁতে পৌর বিএনপির সদস্য সিরাজ মিয়া ও এমরান মিয়া শ্রশিক দল নেতা শাহিন, মনির এগিয়ে আসলে তাদেরকেও রাম দা দিয়ে কুপাতে থাকে এবং রড দিয়ে মারধোর করতে থাকে। তাদের ভয়ে বাজারের লোকজন এলোপাতারি দৌড়া-দৌড়ি করতে থাকে। উল্লেখ্য যে কুখ্যাত মাদক ও দাদন ব্যবসায়ী বাদল মিয়ার বিরুদ্ধে বৈষ্যম বিরুদ্ধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে হামলা ও মারধোরের মামলাসহ একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারন সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আনি শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।