কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফলজ, বনজ ও ঔষধী জাতের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী পৌর যুব ফোরামের উদ্যোগে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর সহযোগিতায় নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় ৩০টি ইউনিয়নে আম, লিচু, বকুল ও নিম গাছের ৯০০টি চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ নভেম্বর) বিকালে নাগেশ্বরী থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান মিজান, সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ফিল্ড ফেনিলিটেটর মানবী কুমারী রায়, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার ইতি প্রমুখ।