বাবুগঞ্জ ডিগ্রী কলেজের নতুন গভর্নিং বোর্ডের সদস্যদের সাথে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভার্নিং বডির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। সভায় কলেজের আয়-ব্যয়, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা-পর্যালোচনা ও কলেজের শিক্ষার মান উন্নয়নে একাধিক বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। এ সময় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সচিব অধ্যক্ষ আ. ন. ম. আব্দুল হালিম নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের গভার্নিং বোর্ডের সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী, এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী, শিকদার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী,বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ আরিফুর রহমান শিমুল শিকদার, বিদ্যোৎসাহী সদস্য, সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা, সোয়ান গ্রুপের উপ ব্যাবস্হাপনা পরিচালক, বেষ্ট ওয়ে গ্রুপের নির্বাহী পরিচালক এস এস সফিউল্লাহ্, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডি সদস্য অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. মকবুল হোসেন, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম হোসেন, অধ্যাপক মোঃ শাহে আলমসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক প্রভাষকসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।