সেনবাগের পড়ালেখার জন্য বকাঝকা করায় পিতা- মাতার ওপর অভিমান ফারাবি আক্তার প্রকাশ মীম(১৪) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ওই আত্মহত্যার ঘটনাটি রবিবার বিকেলে উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের। ফারাবি মোহাম্মদপুর ইউপির আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার ৮ শ্রেনীর ছাত্রী ছিলো ও ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ সেলিমের মেয়ে। খবর পেয়ে সোমবার গভীর রাতে সেনবাগ থানার এসআই আবদুস সালামের নেতৃত্বে সঙ্গী পুলিশ ফোর্স ঘটনারস্থলে পৌঁছে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁসি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানাগেছে, ফারাবিকে মাদরাসা য়াওযার জন্য পিতা মোহাম্মদ সেলিম ও মাতা কুলসুম আক্তার বকাঝকা করে। এতে পিতা মাতার ওপর অভিমান করে রবিবার বিকেল ৪ টারদিকে নিজেদের রান্নাঘরে আড়ার সঙ্গে হলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।