“বৈষম্যহীন দেশের অগ্রযাত্রা নতুন ফসল যোগাবে নতুন মাত্রা”এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত ইসলাম। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন স্টলে কন্সাল জাতীয় ফসল প্রদর্শনসহ এ ফসল চাষবাসের নিয়ম, সময় ও বিভিন্ন প্রাকৃতিক সারের ব্যবহার কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থাপন করেন মেলা দেখতে আসা মানুষের মধ্যে। আগামী মঙ্গলবার মেলা শেষ হবে।