বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় আশাশুনি কিন্টার গার্ডেন স্কুলের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতাপনগর এপিএস ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পরিষদের সভাপতি অধ্যক্ষ মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ও আশাশুনি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল বারী, উপদেষ্টা ও সমাজ সেবক আবু মুছা তারিকুজ্জামান তুষার। সেক্রেটারী সহকারী অধ্যাপক নুর ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহ-সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারী জেষ্ঠ প্রভাষক মোহাম্মদ শাহজাহান হোসেন ও ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আল-আমিন, দপ্তর সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইনামুল হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক রেহেনা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নাজমুস ছায়াদাত, অধ্যাপক আব্দুল মজিদ, ইদ্রিস আলী, জাকির হোসেন, আব্দুস সালাম প্রমুখ। সভায় সংগঠনের লক্ষ-উদ্দেশ্য, গঠনতন্ত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিও করন, গরীব দুস্থদের সাহায্য প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।