ভোলার দৌলতখানে ভিজিডির ২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। রবিবার ১০ নভেম্বর উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদের পেছনে একটি বাড়ি থেকে পুলিশ তল্লাশি চালিয়ে এ চাল উদ্ধার করে। ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাকিব হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পেছনে ফিরোজের বাথরুম ও লিটনের বসত ঘরে রাখা চালের মজুদের খবর পেলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। অবৈধ চাল মজুদের সংবাদ পেয়ে দৌলতখান থানার এসআই মারুফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে থানায় নিয়ে আসে। ইউনিয়ন পরিষদের সচিব আবু জাফর জানায়, ১২ টন ৯ শ' কেজি বরাদ্দকৃত ভিজিডির চাল ৬০ কেজি করে ৪ শত ৩০ জন কার্ডধারীর মধ্যে ৩ শত ৩৬ জন কার্ডধারীকে বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসেন অমি চৌধুরী জানান, সরকারি নিয়মনীতি অনুযায়ী টেক অফিসারের উপস্থিতিতে কার্ডধারীদের মধ্যে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়েছে। কেউ যদি চাল পেয়ে কোথাও বিক্রি করে সে দায় দায়িত্ব তার। চাল রাখা ঘরের মালিক ফিরোজ ও লিটন কে বাড়িতে পাওয়া যায়নি।