বরিশালের মুলাদীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে মুলাদী উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পথচারীরা অচেতন অটোরিকশা চালক পারভেজ সিকদারকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পারভেজ সিকদার পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আজিমপুর গ্রামের মৃত ফরিদ উদ্দীন সিকদারের ছেলে। তিনি যাত্রী নিয়ে মুলাদী নির্বাচন কার্যালয়ে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানান স্থানীয়রা। অটোরিকশা চালকে উদ্ধারকারী পথচারী শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে অচেতন পড়ে থাকতে দেখে কয়েকজনের সহযোগিতায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে হাসপাতালের হোমিও চিকিৎসক মো. আসাদ তাকে চিনতে পারেন এবং অটোরিকশা চালক হিসেবে পরিচয় শনাক্ত করেন। চিকিৎসক মো. আসাদ জানান, পারভেজ সিকদার ২৫-২৬ দিন আগে প্রায় আড়াই লাখ টাকা দিয়ে অটোরিকশা কিনেছিলেন। দুর্বৃত্তরা যাত্রীবেশে কিছুটা নির্জন উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় নিয়ে থাকতে পারে। সেখানে রাসায়নিক স্প্রে দিয়ে অচেতন করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, 'উপজেলা পরিষদের মধ্য থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা জানতে পেরেছি। দুর্বৃত্তদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।' উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন জানান, উপজেলা পরিষদ কমপ্লেক্সে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো পরীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।