সোনাহাটে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কলেজমোড় এলাকায়। প্রাপ্ত সংবাদে জানাগেছে, দক্ষিণ ভরতেরছড়া রেললাইন সড়কের (সোনাহাট কলেজ মোড় এলাকার) মৃত আব্দুল করিমের পুত্র মোঃ সুকচান আলী দীর্ঘদিন থেকে বাড়িতে দেশের বিভিন্ন এলাকা থেকে পতিতা এনে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দেহ ব্যবসা ও মাদক বিক্রি করে আসছে। ইতিপুর্বেও কয়েকবার পতিতাসহ প্রশাসনের হাতে আটক হয়ে জেলহাজতে যায়। ৯ নভেম্বর শনিবার রাত ৯.৩০ ঘটিকার সময় এলাকাবাসী সুখচান ও তার বাড়িতে থাকা জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট গ্রামের মৃত মিলন মিয়ার কন্যা মোছাঃ জান্নাতী আক্তার নুর(১৮)কে আটক করে উত্তম মধ্যম দিয়ে বাড়ি থেকে আটক করে দুজনের গলায় দেহব্যবসায়ী প্লাকার্ড ও জুতার মালা পরিয়ে সোনাহাট বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরিয়ে সোনাহাট কলেজ গেটে বেধে রাখে। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়। সুকচান ও মোছাঃ জান্নাতী আক্তার নুর জানান তারা ৩/৪ মাস পুর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু তাদের বিয়ের কোন কাগজ পত্র দেখাতে পারেনি। এ বিষয়ে দায়িত্বরত এসআই মিতু আহমেদ জানান,জনরোষ থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।