ভোলার তজুমদ্দিনে বীর মুক্তিযোদ্ধা মাহমুদউল্লাহ মিয়াকে হত্যার অভিযোগে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা গত ৭ আগস্ট ২০২৪ তারিখে তজুমদ্দিন থানায় দায়ের কৃত আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার সকালে তজুমদ্দিন থানা পুলিশ আটককৃত ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে বৃহস্পতিবার গাজীপুর জিএমপি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হইতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে আটক করা হয়। এই নিয়ে এ মামলায় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ১। মোঃ ফজলুল হক ওরফে ফয়েজ উদ্দিন (৩৭), মোঃ ফরিদ উদ্দিন (৪৫), মোঃ জাকির (২৬), আঃ হক(৬০), জহির (৩৫)। এ মামলার অপর দুই আসামি লাবনি আক্তার (৩০) ও শারমিন আক্তার(৩২) পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল কুদ্দুস জানান, ৫ আগস্ট দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার চাচড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উত্তর চাচড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদউল্লাহ মিয়াকে একই এলাকার আঃ রব ও তার পরিবারের লোকেরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে তজুমদ্দিন হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের ছেলে মোঃ আহসান উল্লাহ বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।